নাজায়েয ও হারামের মধ্যে পার্থক্য
প্রশ্ন : শরীয়তের মধ্যে নাজায়েয ও হারাম উভয়টার হুকুম কি এক?
উত্তর : শরীয়তের পরিভাষায় নাজায়েয এবং হারাম উভয়টা অবৈধ ও নিষিদ্ধ বোঝানোর জন্য ব্যবহৃত হয়, আর ক্ষেত্রবিশেষ উভয়টার হুকুম ভিন্ন হয়। প্রত্যেক হারাম নাজায়েয হয়; কিন্তু প্রত্যেক নাজায়েয হারাম নয়। যদিও নাজায়েয শব্দ দ্বারা অধিকাংশ সময় হারাম ও মাকরূহে তাহরীমি বোঝানো হয়, কিন্তু কখনো মাকরূহে তানযীহীর জন্যও নাজায়েয শব্দ ব্যবহার করা হয়। (৮/৭৫৮/২৩৪৫)