নবী ছাড়া অন্যের বেলায় علیه السلام বলা
প্রশ্ন : সমস্ত নবীর নাম নেওয়ার পর আমরা علیه السلام বলে থাকি, কোনো উম্মতের ব্যাপারে বলি না। প্রশ্ন হলো, কোনো উম্মতের নাম নেওয়ার পর علیه السلام বলা যাবে কি না? হযরত ইমাম মাহদী এর ব্যাপারে আক্বায়েদে ইসলামীতে علیه السلام আছে : خلافة المھدی علیه السلام فی آخر الزمان حق
অথচ তিনিও তো একজন উম্মত?
উত্তর : সাধারণত علیه السلام নবীগণের নাম নেওয়ার পর বলা হয়ে থাকে, যা তাঁদের জন্য এক ধরনের বিশেষ পরিচায়ক। আর হযরত মাহদী (রহ.) যেহেতু নবী হবেন না, তাই তাঁর নামের শেষে علیه السلام না বলাই উচিত। তবে علیه السلام বলাকে নাজায়েয ও হারাম বলা যাবে না। (১৯/৭৫৬/৮৪০৮)
Tag:علیه السلام