নফল কি বিদ’আত হতে পারে
প্রশ্ন : কোনো নফল ইবাদত যদি প্রতিদিন সম্মিলিতভাবে আদায় করা হয়, তাহলে উক্ত ইবাদত বিদ’আতে পরিণত হবে কি না?
উত্তর : নফল ইবাদতকে নফলের মর্যাদা দিয়ে তথা জরুরি মনে না করে প্রতিদিন করলেও বিদ’আত হয় না। তবে যেকোনোভাবে বাধ্যবাধকতার পর্যায়ে তথা নফলের স্থান থেকে ঊর্ধ্বে নিয়ে গেলে তা বর্জনীয় বলে বিবেচিত হবে। (৬/৯০৯/১৪৯৯)