নতুন গজানো অঙ্গে ওজুর বিধান
প্রশ্ন : আমি একজন সাধারণ শিক্ষিত ব্যক্তি। আমার দুটি পা দুর্ঘটনার কারণে কেটে ফেলতে হয়েছে। কিন্তু হাঁটু থেকে পুনরায় ছোট দুটি পা গজিয়েছে। তবে তার ওপর ভর করে চলাফেরা করতে পারি না। প্রশ্ন হচ্ছে, ওজুর ক্ষেত্রে আমার সেই নতুন পা ধৌত করতে হবে কি না? যদি করতে হয় তবে তা ফরয হিসেবে না ওয়াজিব, সুন্নাত বা মুস্তাহাব হিসেবে?
উত্তর : ওজুর মধ্যে চারটি ফরযের একটি হলো উভয় পা টাখনুসহ ধৌত করা, কারো টাখনুসহ পা কেটে ফেললে সে ফরযটি তার ওপর থেকে রহিত হয়ে যাবে। তবে টাখনুর ওপর থেকে কুদরতিভাবে অতিরিক্ত পা বের হলে সে পা ধৌত করা তার ওপর ফরয না হলেও ধুয়ে নেওয়া মুস্তাহাব বলে গণ্য হবে। তাই প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে ওজুর মধ্যে পা ধৌত করা ফরয নয়, তবে ধুয়ে নেওয়া মুস্তাহাব। (১৫/৮৭১/৬৩০২)