ধোঁকায় পড়ে ধোঁকাবাজ থেকে ফতওয়া তলব করা
প্রশ্ন : বর্তমানে দেখা যায়, ঢাকার কিছু অভিজাত এলাকার মসজিদগুলোতে আহলে হাদীস সম্প্রদায়ের বা অন্য ভ্রান্ত ফেরকার ইমাম-খতীব নিযুক্ত আছে। সাধারণ মানুষ তাদের বাহ্যিক অবস্থা দেখে তাদেরকে আলেম ও মুফতি মনে করে। প্রশ্ন হলো, সাধারণ মানুষ যারা না বুঝে তাদের দেওয়া ভুল ফতওয়া অনুযায়ী আমল করছে তাদের কোনো গোনাহ হবে কি?
উত্তর : ইচ্ছামতো যাকে-তাকে ফতওয়া জিজ্ঞাসার অবকাশ কারো নেই। জনসাধারণের জন্য অজ্ঞ-ভণ্ড-ফেরকার লোক জেনেও তার থেকে ফতওয়া নিয়ে আসা জঘন্য অপরাধের শামিল। তবে সাধ্যমতো হক্ব তালাশ করেও অজ্ঞতার কারণে হক্বপন্থী বিজ্ঞ আলেম মনে করে ভ্রান্ত মৌলভী থেকে ফতওয়া নিয়ে আসার কারণে গোনাহ ফতওয়াদাতার হবে, গ্রহীতার নয়। তাই মসজিদ কমিটির দায়িত্ব হচ্ছে, যখনই ইমাম সাহেব এ ধরনের ভ্রান্ত ফেরকার অনুসারী বলে প্রমাণ পাওয়া যাবে, সুুকৌশলে তাকে অপসারণ করে হক্বপন্থী বিজ্ঞ, দ্বীনদার, মুত্তাকী আলেমকেই ইমাম নিযুক্ত করা। অন্যথায় উক্ত গোনাহের কাজে কমিটিও সহযোগী বলে গণ্য হয়ে গোনাহগার হবে। (১৭/৩৭৮/৭০৬১)