দ্বীন ও ইকামতে দ্বীনের অর্থ ও পদ্ধতি
প্রশ্ন : দ্বীন অর্থ কী? ইকামতে দ্বীন বলতে কী বোঝায়? ইকামতে দীনের পদ্ধতি কী? ইকামতে দ্বীনের জন্য মেহনত ও চেষ্টা করা ফরয কি না?
উত্তর : দ্বীন শব্দের আভিধানিক অর্থ হলো ধর্ম, ইসলাম, আনুগত্য, অভ্যাস ইত্যাদি।
কোরআন পাকের পরিভাষায় দ্বীন বলা হয়, হযরত আদম (আলাইহিস সালাম) থেকে নিয়ে হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পর্যন্ত যৌথ মূলনীতি ও বিধানাবলিকে, যথা : তাওহীদ, রিসালত ইত্যাদি।
ইকামতে দ্বীনের অর্থ হলো, দ্বীনের ওপর সর্বদা প্রতিষ্ঠিত থাকা এবং কোনো অবস্থাতেই তা না ছাড়া। এর অর্থ এই নয় যে একমাত্র রাজনৈতিক সফলতাই ইকামতে দ্বীন, অন্য কোনো ইবাদত ইকামতে দ্বীনের অন্তর্ভুক্ত নয়! বরং ইকামতে দ্বীন প্রতিটি মানুষের ওপরই ফরয। (১১/৬৫২/৩৬৩৩)
Tag:দ্বীনের অর্থ