দ্বীনি মাসআলা শেখার ফজীলত
প্রশ্ন : একটা মাসআলা শিক্ষা করলে ১ হাজার রাক’আত নফল নামাযের সাওয়াব পাওয়া যায়, হাদীসটির সঠিক অর্থ কী?
উত্তর : ইবনে মাজাহ শরীফের হাদীস থেকে বোঝা যায় ইলমের একটি অধ্যায় শেখা এক হাজার রাক’আত নফল নামায অপেক্ষা উত্তম। মাসআলা শিক্ষা করাও এর অন্তর্ভুক্ত। (১৭/৮২৩/৭৩৫৩)