দুনিয়াবী স্বার্থে খতমের বিনিময় নেওয়া বৈধ
প্রশ্ন : ঈসালে সাওয়াব উপলক্ষে কোরআন শরীফ পড়ে টাকা নেওয়া-দেওয়া জায়েয নেই; কিন্তু দুনিয়াবী উদ্দেশ্যে বা রোগের কারণে কোরআন শরীফ পড়ে টাকা নেওয়া জায়েয কেন?
উত্তর : ঈসালে সাওয়াবের জন্য কোরআন তেলাওয়াত মূলত ইবাদতের অন্তর্ভুক্ত। আর ইবাদত করে বিনিময় নেওয়া হারাম বিধায় ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে বিনিময় নেওয়া নাজায়েয। পক্ষান্তরে দুনিয়াবী উদ্দেশ্যে তেলাওয়াত করা ইবাদতের অন্তর্ভুক্ত নয়। শুধুমাত্র উদ্দেশ্য সফলের জন্য দু’আ কবুল হওয়ার মাধ্যম হিসেবে তেলাওয়াত করা হয়। তাই তার পারিশ্রমিক নেওয়া জায়েয। (১৭/২৯৯)