দু’আ করার পদ্ধতি
প্রশ্ন : কোনো ভালো মজলিসের শেষে দু’আ করলে দু’আ কবুল হয়। প্রশ্ন হলো, দু’আ করার তরীকা কী? হাত উঠিয়ে দু’আ করা, নাকি হাত না উঠিয়ে?
উত্তর : ভালো মজলিসের শেষে বিভিন্ন প্রয়োজন ও উদ্দেশ্য নিয়ে দু’আ করা হলে হাত উঠিয়ে দু’আ করা সুন্নাত। আর মজলিসের কাফ্ফারা হিসেবে হাদীসে বর্ণিত বিশেষ দু’আটি পড়ার সময় হাত উঠানো সুন্নাত নয়। (৬/৬৬৬/১৩৬৮)
Tag:দু’আ