দু’আয়ে কুনুত না পড়ে অন্য দু’আ পড়া
প্রশ্ন : বিতির নামাযের তৃতীয় রাক’আতে “আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা” দু’আটি কেউ যদি না পড়ে “রাব্বানা আ-তিনা ফিদ্দুনয়া” দু’আটি সব সময় পড়ে, তাহলে নামায শুদ্ধ হবে কি? উল্লেখ্য, উক্ত ব্যক্তি ইচ্ছাকৃতই শেখার সুযোগ থাকা সত্ত্বেও প্রথম দু’আটি শেখে না।
উত্তর : প্রশ্নে বর্ণিত দু’আয়ে কুনুত পড়া সুন্নাতে মুআক্কাদা, তা পড়তে অপারগ হলে উক্ত দু’আ বা অন্য কোনো দু’আ পড়তে অসুবিধা নেই। তবে দু’আয়ে কুনুত পড়ার প্রতি অবহেলা উচিত নয়। (৬/২৯০/১২০২)