দু’আময় জীবন
প্রশ্ন : দিন-রাত কোন কোন তাসবীহ-তাহলীল, দু’আ-দরূদ পাঠ করা ভালো ও অশেষ সাওয়াবের?
উত্তর : রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও সাহাবায়ে কেরাম তাঁদের দৈনন্দিন জীবনে যে সমস্ত তাসবীহ-তাহলীল, দু’আ-দরূদ পড়তেন, সেগুলোই আমাদের পড়া উচিত। যেমন :
سبحان الله والحمد لله ولااله الا الله والله اکبر
سبحان الله وبحمده سبحان الله العظیم
لااله الا الله وحدہ لا شریك له له الملك وله الحمد وھو علی کل شئ قدیر
بسم الله الذی لا یضر مع اسمه شيء فی الارض ولا فی السماء وھو السمیع العلیم
رضیت بالله ربا وبالاسلام دینا وبمحمد نبیا
এসব তাসবীহ-তাহলীল ও দু’আ পড়লে অশেষ সাওয়াবের অধিকারী হওয়া যায়। এ ছাড়া হাদীসের সমস্ত কিতাবে অসংখ্য তাসবীহ-তাহলীল, দু’আ-দরূদ বর্ণিত আছে। যেগুলো রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও সাহাবায়ে কেরাম সর্বদা পড়তেন। এর জন্য বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড ৯৩২-৯৪৮ তিরমিযী শরীফ দ্বিতীয় খণ্ড, ১৭৫-১৯৯ পৃ: দেখতে পারেন। (৬/৫৩/১০৬৪)
Tag:দু’আ