দু’আবিশিষ্ট আয়াতে পরিবর্তন
প্রশ্ন : কোরআন শরীফের দু’আর আয়াতে একবচনকে বহুবচন এবং বহুবচনকে একবচনে পরিবর্তন করে দু’আর নিয়্যাতে পড়া কিছুসংখ্যক উলামায়ে কেরাম জায়েয আর কিছুসংখ্যক উলামায়ে কেরাম নাজায়েয বলেন। এ ব্যাপারে দলিলভিত্তিক সঠিক ফায়সালা জানালে খুশি হব।
উত্তর : কোরআন মাজীদ ও হাদীস শরীফে যে সমস্ত দু’আর উল্লেখ রয়েছে সেগুলোকে যেভাবে আছে, ঠিক সেভাবেই পড়া উচিত। এতদসত্ত্বেও যদি কেউ কোরআন ও হাদীসে বর্ণিত দু’আসমূহের একবচনকে বহুবচন বা বহুবচনকে একবচনে রূপান্তরিত করে দু’আ করতে চায় তাহলে তা করতে পারবে। তবে এ রকম না করাই উত্তম হবে। (১৫/১৪৬/৫৮৬৮)
فتاوی محمودیہ(زکریا) ۱۷ /۵۱ : سوال-احادیث میں بعض دعاؤںمیں واحد متکلم کا صیغہ ہے اجتماعی دعاؤں میں جمع متکلم کا صیغہ استعمال کرنا درست ہے یا نہیں مثلا ‘اھدنی ‘کی جگہ ‘اھدنا ‘؟
الجواب- حامدا ومصلیا : درست ہے ۔