দীর্ঘ ও সংক্ষিপ্ত দু’আর সাওয়াব
প্রশ্ন : দীর্ঘ মুনাজাত ও সংক্ষিপ্ত মুনাজাতে সাওয়াবের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? এবং কোনটি ভালো?
উত্তর : হাদীস শরীফে দু’আকে ইবাদত বলা হয়েছে। অতএব দু’আ তার সমস্ত আদব ও শর্তের সহিত যত দীর্ঘ হবে, সাওয়াবও তত বেশি পাওয়া যাবে। তবে যেসব ফরয নামাযের পর সুন্নাত রয়েছে, সেসব নামাযের পরে দীর্ঘ মুনাজাত করা অনুচিত। (৬/৬২/১০৭১)
Tag:দু’আ