দাড়ি খিলাল করার সুন্নাত তরীকা
প্রশ্ন : দাড়ি খিলাল করার সুন্নাত তরীকা কী? এক হাত দিয়ে নাকি দুই হাত দিয়ে? যদি এক হাত দিয়ে হয় তবে হাত একবার লাগানোর পর শুকিয়ে যায়। এরপর বাকি অংশে শুকনা আঙুল দিয়ে খিলাল করা হয় এতে কি সুন্নাত আদায় হবে?
উত্তর : দাড়ি খিলাল করার সুন্নাত তরীকা হলো, প্রথমে ডান হাতের আঙুলে পানি নিয়ে থুঁতনির নিচে দাড়ির গোড়ায় পানি দেবে। এরপর দাড়ির নিচ দিক থেকে ওপরের দিকে এক হাত দ্বারা তথা ডান হাতের আঙুল দ্বারা ডান দিক থেকে এভাবে খিলাল করবে, যেন হাতের তালু বাইরের দিকে ও হাতের পিঠ ভেতরে, অর্থাৎ গলার দিকে হয়। এ ক্ষেত্রে প্রথমবার পানি দেওয়াই যথেষ্ট, পুনরায় পানি দিতে হবে না। (১১/৬৭৫/৩৭১৬)