দানের ক্ষেত্র নিয়্যাতের দ্বারা নির্দিষ্ট হয় না
প্রশ্ন : আমি ঢাকার একটি মাদ্রাসায় কিছু টাকা দান করার ইচ্ছা করেছি। পরক্ষণে জানতে পারলাম একটি গ্রামে সহীহ কোরআন শিক্ষার একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। গ্রামের লোকজন গরিব হওয়ায় অর্থের মুখাপেক্ষী ঢাকার তুলনায় অনেক বেশি। তাই আমি আমার দানটুকু গ্রামে পাঠিয়ে দিতে চাই। তাতে শরীয়তের বিধান অনুযায়ী কোনো অসুবিধা হবে কি না?
উত্তর : কোনো একটি বিশেষ মাদ্রাসায় দান করার নিয়্যাত করলে তা সেখানে দেওয়া জরুরি নয়। বরং যে এলাকার লোকজন তুলনামূলক গরিব সে এলাকায় দান করা অতি উত্তম। তাই গ্রামের গরিব মাদ্রাসায় আপনার দানটুকু পাঠিয়ে দেওয়া অতি উত্তম বলে বিবেচিত হবে। (১৮/৮১৩/৭৮৭৮)