দাজ্জাল সম্পর্কীয় হাদীসের অপব্যাখ্যা
প্রশ্ন : দাজ্জালের গতি হবে অতি দ্রুত, সে বায়ুতাড়িত মেঘের মতো আকাশ দিয়ে উড়ে চলবে। (নাউওয়াস বিন সামআন (রা.) থেকে মুসলিম, তিরমিযী) দাজ্জালের গরু, মহিষ, বকরি, ভেড়া, মেষ ইত্যাদি বড় বড় আকারের হবে এবং সেগুলোর স্তনের বোঁটা বড় বড় হবে, যা থেকে প্রচুর পরিমাণে দুধ হবে। (নাউওয়াস বিন সামআন (রা.) থেকে মুসলিম, তিরমিযী)।
কিছু লোক দাবি করছে, ১ নং হাদীস দ্বারা বোঝায় বিমান। ২ নং হাদীস দ্বারা বোঝায় হাইব্রিড গরু, ছাগল ইত্যাদি। যেগুলো বর্তমান ইহুদী-খ্রিস্টান সভ্যতার আবিষ্কার। এ রকম আরো বিভিন্ন হাদীস দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে বর্তমান ইহুদী-খ্রিস্টান ও বস্তুবাদী সভ্যতাই ‘দাজ্জাল’। যেমনটি দাবি করা হয়েছে বায়েজীদ খান পন্নী রচিত “দাজ্জাল? ইহুদী খ্রিস্টান সভ্যতা” বইয়ে। প্রশ্ন হচ্ছে, তাদের এই দাবি ঠিক কি না? উপয্ক্তু দলিল-প্রমাণ সহকারে জানতে চাই।
উত্তর : বিশুদ্ধ হাদীসের ভাষ্য মতে, দাজ্জাল একজন বিশেষ ব্যক্তি, যার আবির্ভাব কিয়ামতের অন্যতম নিদর্শন, তার বিশেষ আকার-আকৃতির কথা ও হাদীস শরীফে উল্লেখ আছে। হযরত মাহদী (রা.)-এর খেলাফতকালে তার আত্মপ্রকাশ ঘটবে এবং তাকে হত্যা করবেন হযরত ঈসা (আ.)। সুতরাং তার আবির্ভাবের আগে আধুনিক প্রযুক্তিকে দাজ্জাল বলা ভিত্তিহীন ও হাদীসের স্পষ্ট অপব্যাখ্যা। (১৯/৪৬৬/৮২৬৪)