দাওরায়ে হাদীস ও মেশকাত জামাআতের ভর্তি সংক্রান্ত বিশেষ ঘোষণা
- Posted by admin
- Categories নোটিস বোর্ড
- Date September 4, 2021
এতদ্বারা মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ বসুন্ধরা ঢাকা-র ১৪৪৩ হিজরী শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস ও মেশকাত জামাআতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাওয়াক্কুলান আলাল্লাহ আগামী ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার থেকে ভর্তি কার্যক্রম আরম্ভ হবে ইনশাআল্লাহ। মারকাযের নিয়ম অনুযায়ী কোটা ভিত্তিক ছাত্র ভর্তি করা হবে।
ভর্তিচ্ছুক সববিভাগের শিক্ষার্থীদের জন্য অবশ্যই পালনীয় নীতিমালা
মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী অনন্য উচ্চতর ইসলামী গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে তালীমের পাশাপাশি তারবিয়্যাতের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সুতরাং প্রত্যেক শিক্ষার্থীকে মারকাযের ধারাবাহিক নিয়মানুযায়ী নিম্নের নীতিমালা অবশ্য মেনে চলতে হবে।
- দাওরায়ে হাদীসে ভর্তির জন্য স্বীকৃত ৬ বোর্ডের যে কোনো একটি বোর্ড থেকে মেশকাত জামাআতের কেন্দ্রীয় পরীক্ষায় মমতাজ/জায়্যিদ জিদ্দানে উত্তীর্ণ হতে হবে।
- মেশকাত জামাআতে ভর্তির জন্য হেদায়া জামাআতের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- তালেবে ইলমকে অবশ্যই চিন্তাধারায় দেওবন্দী, মতাদর্শে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হতে হবে।
- উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে ইত্তেবায়ে সুন্নাতে রাসূল সা.-এর পাবন্দ হতে হবে।
- পোশাক পরিচ্ছদ, পরিষ্কার-পরিচ্ছনতা, সাজসজ্জা ও দাড়ি-চল অবশ্যই সুন্নাত অনুযায়ী হতে হবে।
- মারকাযে নিয়মিত উপস্থিত থেকে দরস, মুতালাআ ও গবেষণামূলক কাজেই থাকতে হবে।
- মারকাযে অধ্যয়নরত অবস্থায় লেখা-পড়া ব্যতীত অন্য কোনো ধরনের কাজ তথা, টিউশনি, ব্যবসা-বাণিজ্য, ইমামতি, মুআজ্জিনী ইত্যাদি সম্পূর্ণ রূপে নিষিদ্ধ।
- মারকাযের লক্ষ্য উদ্দেশ্যের পরিপন্থী ও আকাবিরীনের আদর্শবিরোধী অথবা মারকাযের সুনাম নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না।
- মারকাযের শিক্ষা বিভাগ, দারুল ইকামা ও অন্যান্য বিভাগের যাবতীয় নিয়মকানুন মেনে চলতে বাধ্য থাকবে।
- মারকাযে অধ্যয়নকালে কোনো ছাত্র রাজনৈতিক, অরাজনৈতিক কোন সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না।
- মারকাযের নির্দেশনার বাইরে গিয়ে মিছিল, মিটিং কিংবা সভা-সমাবেশ ও যে কোনো ধরনের মাহফিলে অংশ গ্রহণ করতে পারবে না।
- দেশের প্রচলিত আইন-শৃংখলা ও সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারবে না।
- মারকাযের প্রশাসন ও সম্মানিত শিক্ষক-কর্মচারীর প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করতে হবে। তাদের সাথে বেআদবী বা অশুভ আচরণ বহিষ্কারযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
- মারকাযের ক্যাম্পাসে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট ফোন, সাধারণ মোবাইলসহ সকল প্রকার ইলেক্ট্রোনিক্স ডিভাইস রাখা ও ব্যাবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারো নিকট এগুলো পাওয়া গেলে বহিষ্কারযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
- ছাত্রদের জন্য সোস্যাল মিডিয়ার ব্যবহার একটি ধ্বংসাত্মক কাজ। তাই সকল তালেবে ইলমকে তা পরিহার করতে হবে। বিশেষতঃ ফেইসবুক, টুইটার, মেসেঞ্জারসহ যে কোনো সোস্যাল মিডিয়ায় লেখা-লেখি, বক্তব্য ও মন্তব্য করা থেকে সম্পূর্ণ রূপে বিরত থাকতে হবে।
- সকল ছাত্রদের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র/জন্মনিবন্ধন সনদ ও ছবি আনা আবশ্যক।
- উল্লিখিত নীতিমালার কোনো একটি অমান্য করা মারকায থেকে বহিষ্কারযোগ্য বলে বিবেচিত হবে।
নতুন শিক্ষার্থীদের জন্য যা প্রয়োজন
১। পূর্বের জামিয়া/মাদরাসা থেকে প্রত্যয়নপত্র আনতে হবে অথবা অভিভাবকের প্রত্যয়নপত্র ও তার জাতীয় পরিচয়ত্রসহ জমা দিতে হবে।
২। দাওরায়ে হাদীসে ভর্তিচ্ছুকদের বোর্ডের মার্কশিট এবং মেশকাত জামাআতে ভর্তিচ্ছুকদের হেদায়া জামাআতের বার্ষিক পরীক্ষার মার্কশিট অবশ্য সাথে আনতে হবে।
মুফতী আরশাদ রহমানী
মুহতামিম, মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ
Mobile +88-01819469667, +8801711803409 Phone +88-02-8845138 E-mail: muftiabdurrahman@gmail.com