দাঁতে পানের আস্তরণ গোসলের অন্তরায় কি না
প্রশ্ন : পান খাওয়ার ফলে দাঁতে যে আস্তরণ জমে যায়, এতে ওজু-গোসলে কোনো ত্রুটি হয় কি না? উদ্ধৃতিসহ জানিয়ে কৃতার্থ করার জন্য সবিনয় অনুরোধ করছি।
উত্তর : পান খাওয়ার কারণে দাঁতে যে আস্তরণ জমে যায় গোসলের সময় তা যদি বিনা কষ্টে উঠানো সম্ভব হয় তাহলে অবশ্যই উঠাতে হবে। যদি উঠানো অসম্ভব অথবা অনেক কষ্টের মাধ্যমে উঠাতে হবে, তাহলে না উঠালেও গোসল হয়ে যাবে। (৪/৩৭৪/৭৫৬)