দরূদ صلاۃ বা سلامমাদ্দাহ দ্বারা হতে হবে
প্রশ্ন : নামায ছাড়া অন্য সময় صلاۃ মাদ্দার দ্বারাই দরূদ পড়তে হবে নাকি অন্য শব্দ দ্বারাও দরূদ আদায় হবে? যেমন : جزی اللہ عنا محمدا ما ھو اھله এ বিষয়ে শরীয়তে ইসলামীর বিধান বর্ণনা দিয়ে কৃতজ্ঞ করবেন।
উত্তর : কোরআন-হাদীস ও ফিকহ শাস্ত্রের ভাষ্য মতে এ কথাই প্রতীয়মান হয় যে صلاۃ বা سلام মাদ্দাহ ছাড়া অন্য শব্দ দিয়ে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জন্য দু’আ করা জায়েয হলেও তা দরূদ হিসেবে গণ্য হবে না। বরং দরূদ হওয়ার জন্য صلاۃ বা سلام মাদ্দাহ দ্বারা দু’আ করা আবশ্যক। (১৯/৪১৯/৮১৬৭)
Tag:صلاۃ