তৈরি লুঙ্গি তাঁতে যুক্ত সুতা ও লুঙ্গির যাকাতের বিধান
প্রশ্ন : আমি একজন তাঁতি লোক। লুঙ্গি বানিয়ে বাজারে বিক্রি করি। আমার ওপর যাকাত ফরয হয়েছে। কিন্তু কিভাবে যাকাত আদায় করব বুঝতে পারছি না। কারণ আমার নিকট কিছু লুঙ্গি গুদামজাত করা আছে, আর কিছু বুনানো অবস্থায় তাঁতের সুতার সাথে লাগানো, আর কিছু নগদ অর্থ আছে। এখন আমার জানার বিষয় হলো,
যে লুঙ্গি গুদামজাত করা আছে সে লুঙ্গির যাকাত আসবে কি না? যদি আসে তাহলে কিভাবে আদায় করব? আসল মূল্য ধরে আদায় করব, নাকি বাজারদর হিসাবে আদায় করব? উল্লেখ্য, মূল্য কখনো কমবেশি হয়।
আর যে লুঙ্গি তাঁতে বুনানো অবস্থায় সুতার সাথে লাগানো আছে তার ওপর যাকাত আসবে কি না? একজন আলেম বলেছেন যে বুনানো অবস্থায় যে লুঙ্গি আছে তার ওপর এবং তাঁতের সাথে লাগানো সুতার ওপর যাকাত আসবে না। উল্লেখ্য, তাঁতের সাথে লাগানো সুতার পরিমাণ জানা নেই। ইসলামী শরীয়তের আলোকে বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর : ব্যবসার উদ্দেশ্যে যে মাল তৈরি বা ক্রয় করা হয় তা নিসাব পরিমাণ হলে বছরান্তে হিসাব করে যাকাত আদায় করা জরুরি। তাই প্রশ্নের বর্ণনা মতে আপনার গুদামজাত করা লুঙ্গি বা বুনানো অবস্থায় তাঁতের সাথে যুক্ত লুঙ্গি এবং সুতাÑসবগুলোর ওপর যাকাত ফরয হবে। আর যাকাত আদায়ের পদ্ধতি হলো, এগুলোর সম্ভাব্য পরিমাণ নির্ধারণ করে বর্তমান বাজারদর হিসাব করে ওই টাকার সাথে আপনার নগদ অর্থ একত্রিত করে বছরান্তে তার যাকাত আদায় করতে হবে। (১০/২৬৫/৩০৭৪)