তেলাওয়াত শেষেصدق الله العظیم বলা
প্রশ্ন : কোরআন তেলাওয়াতের পরصدق الله العظیم পড়া কি বিদ’আত?
উত্তর : কোরআনে পাকের তেলাওয়াত শেষে صدق الله العظیم বলা উত্তম ও তেলাওয়াতের আদবের অন্তর্ভুক্ত। তবে কেউ যদি এরূপ বলাকে জরুরি মনে করে তখন বিদ’আত হবে। (১/৩৭৭/১৮৭)
ইহইয়াউল উলুম : 1/278, মিফতাহুস সাআদাতি : 3/108, তাফসিরে রুহুর বয়ান : 10/551