তেলাওয়াত শুদ্ধ হওয়ার জন্য জিহ্বা বা ঠোঁট নড়া শর্ত
প্রশ্ন : নামাযের বাইরে কোরআন তেলাওয়াত শব্দ করে না পড়ে মনে মনে পড়া বা দেখে দেখে যাওয়া, তেমনি বুখারী খতম মনে মনে পড়া জায়েয হবে কি না?
উত্তর : তেলাওয়াত বা কেরাতের সংজ্ঞা অনুযায়ী কমপক্ষে ব্যক্তির জিহ্বা বা ঠোঁট নড়া শর্ত। অনেকে নিজ কানে শোনাকেও শর্ত বলেছেন। তাই মনে মনে পড়লে বা দেখে দেখে গেলে তেলাওয়াত বা খতম পড়া হবে না। তবে খতম ছাড়া ব্যক্তিগতভাবে এভাবে অধ্যয়ন করলে কোনো অসুবিধা নেই। (১০/৫৭৯/৩২৩৮)
হিদায়া : 1/224, ফাতাওয়ায়ে তাতারখানিয়া : 2/56