তেলাওয়াত না বুঝে করলে লাভ নেই মনে করা মূর্খতা
প্রশ্ন : অনেকেই বলেন যে কোরআন শরীফ তেলাওয়াত করার বিশেষ তিনটি উপকার। এক. দিলের ময়লা পরিষ্কার হয়। দুই. আল্লাহ তা’আলার মহব্বত বাড়ে ও নৈকট্য লাভ হয়। তিন. প্রতিটি হরফে কমপক্ষে দশটি করে নেকী পাওয়া যায়, না বুঝে পড়লেও পাওয়া যায়। যদি কেউ বলে, না বুঝে পড়লে কোনো ফায়দা নেই, সে বদদ্বীন, জাহেল বা উভয়টি। প্রশ্ন হলো, যদি কেউ অজ্ঞতার কারণে এ কথা বলে যে, কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো লাভ নেই, তাহলে সে বদদ্বীন হবে কি না? এবং বদদ্বীন দ্বারা উদ্দেশ্য কী? দলিলসহ জানালে উপকৃত হব।
উত্তর : কোরআন শরীফ বুঝে না পড়লে কোনো লাভ নেই। এ ধরনের উক্তি করার পেছনে তিনটি কারণ হতে পারে। ১. অজ্ঞতা, ২. বদদ্বীনি, ৩. বদদ্বীনি ও অজ্ঞতা উভয়টি। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র অজ্ঞতা বা অজানার কারণে উপরোক্ত উক্তি করে থাকে তাহলে তাকে জাহেল বা অজ্ঞ বলা যাবে। যদিও এ ধরনের উক্তি শরীয়তের দৃষ্টিতে অগ্রহণযোগ্য। তাই এ ব্যাপারে জানা না থাকলে জানার চেষ্টা চালিয়ে যাওয়া জরুরি, অন্যথায় চুপ থাকবে। পক্ষান্তরে এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি জানা থাকার পরও যদি উপরোক্ত উক্তি করে থাকে তাহলে তাকে বদদ্বীন তথা ফাসেক বলা যাবে। (১৩/১৪৩/৫১৯৫)
আবু দাউদ, হাদিস : 830, তিরমিজি, হাদিস : 2910, খাইরুল ফাতাওয়া : 1/220, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : 14/59