তৃতীয় রাক’আতের জন্য দাঁড়িয়ে বৈঠকে ফিরে আসা
প্রশ্ন : জনৈক ব্যক্তি চার রাক’আতবিশিষ্ট নামাযের দ্বিতীয় রাক’আতে না বসে দাঁড়াতে শুরু করে। অতঃপর পরিপূর্ণ দাঁড়ানোর পর অথবা দাঁড়ানোর নিকটবর্তী হওয়ার পর পুনরায় বৈঠকে ফিরে আসে এবং সাহু সিজদার মাধ্যমে নামায শেষ করে। ওই ব্যক্তির নামাযের হুকুম কী হবে?
উত্তর : ওই ব্যক্তির নামায সহীহ হয়ে যাবে, তবে তৃতীয় রাক’আতের জন্য পরিপূর্ণ দাঁড়ানোর নিকটবর্তী হওয়ার পর বৈঠকে ফিরে আসা তার জন্য উচিত হয়নি। বরং শুধুমাত্র সাহু সিজদাই যথেষ্ট ছিল। (১৯/৪০২/৮১২৬)