তিন দিন পর দুই দিন রক্তশূন্য, এরপর পুনরায় রক্ত
প্রশ্ন : জনৈক মহিলার কোনো মাসে ৪ দিন হায়েয এসেছিল, কিন্তু পরের মাসে ৩ দিন হায়েয আসার পর রক্ত দেখা যায়নি, তাই সে গোসল করে নামায আদায় করে, কিন্তু ২ দিন পরে আবার রক্ত দেখা দিল। এখন ওই মহিলার কয় দিন হায়েয ধরা হবে এবং আদায়কৃত নামাযের হুকুম কী হবে?
উত্তর : উল্লিখিত মহিলার দ্বিতীয়বার যে রক্ত দেখা দিল তা আগের তিন দিনসহ ১০ দিন অতিক্রম না করলে ওই রক্তশূন্য অবস্থার দুই দিনও হায়েয বলে বিবেচিত হবে এবং আদায়কৃত নামায সহীহ হিসেবে বিবেচিত হবে। (১২/৭৮১)
Tag:তিন দিন