তিনবার সূরা ইখলাস পড়া ও কোরআন খতমের মাঝে পার্থক্য
প্রশ্ন : তিনবার সূরায়ে ইখলাস পড়লে এক খতম কোরআনের সাওয়াব হয়। তাহলে সমস্ত কোরআন খতম করা আর তিনবার সূরায়ে ইখলাস পড়ার মধ্যে পার্থক্য কী?
উত্তর : কোরআন শরীফ খতম করা ও কোরআন খতম করার সাওয়াব পাওয়া এক নয়। তিনবার সূরায়ে ইখলাস পড়লে কোরআন খতম হয় না। বরং খতমে কোরআনের সাওয়াব পাওয়া যায়। এ হিসেবে কেউ পুরো কোরআন পড়লে কী পরিমাণ সাওয়াব পাবে, তা চিন্তা করে দেখুন। (১৯/৯৪৭/৮৫৪৩)
উমদাতুল কারি : 20/33, শরহুন নববি আলা সহিহ মুসলিম : 6/84, আল মুজামুল সগির : 2/153, আহসানুল ফাতাওয়া : 9/13)