তায়াম্মুমে নাকফুলের ছিদ্রে মাটি পৌঁছানো
প্রশ্ন : ওজুতে তো ওজুর সমস্ত অঙ্গ পরিপূর্ণভাবে ধুতে হয়, এমনকি মহিলাগণ তাদের নাকফুলের ছিদ্রে পানি পৌঁছাতে হয়, ফরয গোসলেও তাই। প্রশ্ন হলো, তায়াম্মুমের মধ্যে নাকের ছিদ্র ও গহনার ছিদ্রের মধ্যে মাটি পৌঁছানো জরুরি কি না? অনেক মহিলা বলেন যে ছিদ্রের মধ্যে মাটি পৌঁছানো জরুরি বা ফরয। এ ব্যাপারে সঠিক সমাধান কী?
উত্তর : ওজু-গোসলের মতো তায়াম্মুমের মধ্যেও আংটি, নাকফুল ইত্যাদি নাড়া দিয়ে বাহ্যিক ত্বকের ওপর হাত দ্বারা মাসাহ করতে হবে, ছিদ্রের অভ্যন্তরে মাটি পৌঁছানোর কথা কোনো কিতাবে পাওয়া যায় না। বাস্তবে তো তায়াম্মুমে হাতে মাটি মিশ্রিত করাটাই জরুরি নয়, বরং হাত ফেরানো জরুরি। ৫/৩৪৮/৯৭৪
Tag:তায়াম্মুমে