তাসাওউফের ব্যাপারে জ্ঞানার্জনের হুকুম
প্রশ্ন : তাসাওউফ সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং হক্কানী পীরের কাছে বাইআত হওয়া ফরয নাকি ওয়াজিব?
উত্তর : তাসাওউফ বলতে ইলমে তরীকতকে বোঝায়। তরীকত অন্তর সম্পর্কিত খোদায়ী বিধিবিধানের নাম। এ বিষয়ে যে সমস্ত বিধান ফরযের পর্যায়ের, তা জানা ফরয। আর যা সুন্নাত ও মুস্তাহাবের পর্যায়ের, তা জানা সুন্নাত ও মুস্তাহাব।
ইসলাহে নফস/আত্মশুদ্ধি প্রত্যেকের ওপর ফরয। হক্কানী পীর সাহেবের কাছে বাইআত হওয়া ওই ফরয আদায়ের জন্য বড় মাধ্যম। কিন্তু শরয়ী পরিভাষায় বাইআত হওয়া মুস্তাহাব, ফরয বলার অবকাশ নেই। (১১/৬৩১)
Tag:তাসাওউফের