তালে তালে যিকির
প্রশ্ন : একজনের নেতৃত্বে উচ্চস্বরে সবাই মিলে যিকির করা সম্পর্কে শরয়ী হুকুম কী?
উত্তর : উচ্চস্বরে যিকিরের দ্বারা যদি নামাযী ও ঘুমন্ত ব্যক্তিদের কোনো ধরনের ব্যাঘাত না হয় বা উচ্চস্বরে যিকির করাকে জরুরি মনে না করা হয়, তাহলে কোনো কামেল পীর সাহেবের ওযীফা অনুযায়ী উচ্চস্বরে যিকির করা জায়েয। এ ধরনের মজলিস আপত্তিকর নয়। তবে সুরে সুরে তাল মিলিয়ে যিকির করা নিষেধ। (১২/৫৮৪/৪০৪৭)