তালাকের জন্য মাতা-পিতা চাপ দিলে
প্রশ্ন : কোনো পিতা যদি ছেলেকে আদেশ করে যে তোমার স্ত্রীকে তালাক দাও, তাহলে ছেলের কী করণীয় রয়েছে? শরীয়তের দৃষ্টিতে বিষয়টি জানিয়ে বাধিত করবেন।
উত্তর : শরীয়তসম্মত কারণ ছাড়া মা-বাবা পুত্রবধূকে তালাক দেওয়ার আদেশ করা নাজায়েজ এবং তা পালন করা ছেলের জন্য জরুরি নয়। বরং বিনা কারণে তালাক দিলে ছেলে গুনাহগার হবে। তবে ইসলাম অনুমোদিত কারণ বিদ্যমান থাকলে নিরুপায় হলে প্রয়োজনে এক তালাক দেওয়া যেতে পারে। (মুসনাদে আহমদ, হাদিস : ২২০৭৫, মিরকাতুল মাফাতিহ : ১/২৩৫, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৪/৫১)