তাবিজ ব্যবহারের বিধান
প্রশ্ন : শরীয়তের দৃষ্টিতে তাবিজ ব্যবহার করার হুকুম কী? শরীরের সাথে তাবিজ বাঁধা জায়েয হবে কি? অমুসলিম কবিরাজ থেকে তাবিজ নেওয়া যাবে কি না? কেউ যদি তাবিজের বৈধতাকে অস্বীকার করে তবে ঈমানের কোনো ক্ষতি হবে কি না?
উত্তর : বিভিন্ন ধরনের বিপদাপদ ও জিন ইনসানের অনিষ্ট ও কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাকের পবিত্র নাম ও পবিত্র কালাম পড়ে শরীরে দম করাই আসল নিয়ম ও সুন্নাত। তবে যারা দু’আ-কালাম পড়তে পারে না তারা বাধ্য হয়ে তাবিজ ব্যবহার করতে কোনো বাধা নেই। শর্ত হলো, তাবিজে কোরআনের আয়াত হাদীসের দুু’আ অথবা শরীয়তসম্মত অজিফার বাক্য লেখা থাকতে হবে। আক্বীদা ও শরীয়তবিরোধী কোনো মন্ত্র বাক্যসংবলিত তাবিজ ব্যবহার অবৈধ। অমুসলিম কবিরাজরা তাবিজে কুফর ও শিরকী মন্ত্র ব্যবহার করার প্রবল আশংকা থাকে বিধায় তাদের তাবিজ ব্যবহার করা যাবে না। তবে শরীয়তবিরোধী বাক্য না থাকার নিশ্চয়তা থাকলে তা ব্যবহারের অনুমতি আছে। তাবিজ ব্যবহার করা শরয়ী দৃষ্টিকোণে আবশ্যকীয় ব্যাপার নয়, তাই তাবিজ ব্যবহার বর্জন করলে কোনো সমস্যা হবে না। তবে আল্লাহ পাকের নাম ও কালামের অবশ্যই বরকত আছে। তা অস্বীকার করা বাস্তবতাকে অস্বীকার করার শামিল। তদুপরি শর্ত সাপেক্ষে তাবিজ ব্যবহার জায়েয। সেটা নাজায়েয ও শিরিক বলে মন্তব্য করা যাবে না। (১৭/১৬০/৬৯৫৬)