তাবলীগের বিরোধিতা মূলত ইসলামের বিরোধিতা
প্রশ্ন : জনৈক মাওলানা বলেন, যে ব্যক্তি তাবলীগের বিরোধিতা করল, সে যেন ইসলামের বিরোধিতা করল। অপর একজন বললেন, ‘মাসিক মঈনুল ইসলাম’ পত্রিকায় (হাটহাজারী মাদ্রাসা কর্তৃক প্রকাশিত) লেখা হয়েছে, যে ব্যক্তি তাবলীগের বিরোধিতা করল সে যেন নতুন করে ঈমান গ্রহণ করে নেয়। অতএব হুজুর মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, পবিত্র কোরআন ও সহীহ হাদীস দ্বারা এ ব্যাপারে সঠিক সমাধান দিতে হুজুর মহোদয়ের মর্জি হয়।
উত্তর : শরীয়তের দৃষ্টিতে আমর বিল মা’রূফ নাহী আনিল মুনকার তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বাধা প্রদান ফরযে কেফায়া, যার বিরোধিতা ও তুচ্ছ-তাচ্ছিল্য করার দ্বারা ঈমান চলে যায়। অতএব বর্তমান প্রচলিত তাবলীগের বিরোধিতা করার দ্বারা যদি আমর বিল মা’রূফ ও নাহী আনিল মুনকারের বিরোধিতা করা উদ্দেশ্য হয়, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। (১২/৬৪৯/৪০৫৬)
Tag:তাবলীগে