তাবলীগের বিরোধিতা করার বিধান
প্রশ্ন : তাবলীগ জামাতের বিরোধিতা করার শরয়ী বিধান কী?
উত্তর : তাবলীগ মানে দ্বীনের আহকাম আল্লাহর বান্দাদের নিকট পৌঁছে দেওয়া। দুনিয়াতে যত নবী-রাসূল প্রেরিত হয়েছেন সবাই তাবলীগের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। বর্তমানে তাবলীগ জামাতের লোকেরা দ্বীনের আহকাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে রত। সুতরাং অযথা তাদের বিরোধিতা করা পরোক্ষভাবে দ্বীনে ইসলামের বিরোধিতার নামান্তর। (৬/৪১৬/১২৬২)
Tag:তাবলীগের