তাবলীগী জামাত কোনো দলের নাম নয় এখানেও নাহি আনিল মুনকার আছে
প্রশ্ন : প্রচলিত তাবলীগ জামাত ইসলামী জামাত কি না? হলে সেখানে নাহী আনিল মুনকার হয় না কেন? যেমন : সিনেমা, গানের অনুষ্ঠান এবং অন্যান্য শরীয়ত পরিপন্থী কার্যকলাপ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ বা মিছিল-মিটিং করা হয় না। এর পরও কি তাবলীগের জামাত ইসলামী দল হতে পারে? কোরআন-হাদীসের আলোকে প্রমাণসহ জানতে চাই।
উত্তর : তাবলীগ মানুষের ঈমান আমল দুরস্ত করার সুপরিকল্পিত একটি মেহনতের নাম। এর প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস (রহ.) এটাকে দল হিসেবে আখ্যায়িত করেননি বিধায় একে দল বলা সহীহ হবে না, নাহী আনিল মুনকার তাবলীগে নেই (!) এ ধরনের কথা অবান্তর। নাহী আনিল মুনকারের প্রকারভেদ সম্পর্কে জ্ঞান না থাকাই এরূপ ভুল বোঝার মূল কারণ। (১২/৪৪৮/৩৯৪২)
Tag:তাবলীগী