তাওবা শিরক গোনাহকে মুছে দেয়
প্রশ্ন : কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে শিরক গোনাহ করার পর তাওবা করলে এবং নতুনভাবে ঈমান আনলে তার গোনাহ মাফ হবে কি? দলিলসহ জানতে চাই।
উত্তর : শিরক গোনাহ ইচ্ছায় করা হোক বা অনিচ্ছায় খালেস তাওবা ও নতুনভাবে ঈমান আনার দ্বারা মাফ হয়ে যায়। (৬/৪৫৬/১২৭৮)
Tag:তাওবা