তাওবা দ্বারা শিরক গোনাহও মাফ হয়ে যায়
প্রশ্ন : কেউ শিরক গোনাহ করে আল্লাহর কাছে তাওবা করলে তার গোনাহ মাফ হবে কি না?
উত্তর : শিরক ও যেকোনো প্রকার গোনাহ হয়ে গেলে সঠিকভাবে তাওবা করলে তার তাওবা আল্লাহর নিকট কবুল হবে। তাওবা কবুল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে।
১. চিরতরের জন্য কৃত গোনাহ ছেড়ে দিতে হবে।
২. কৃতকর্মের ওপর অনুতপ্ত হতে হবে।
৩. ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। (১/১০১/৮১)
Tag:তাওবা