তাওবা কিভাবে করতে হয়
প্রশ্ন : কিভাবে তাওবা করতে হয়?
উত্তর : কৃত গোনাহের ওপর আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে গোনাহ আর না করার দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করাই প্রকৃত তাওবা। এর জন্য দুই রাক’আত নামায তাওবার নিয়্যাতে পড়াও উত্তম। অবশ্য কোনো মানুষের সাথে কৃত অন্যায়ের গোনাহ তার হক্ব আদায় না করলে মাফ হবে না। তার হক্ব আদায় ও তার নিকট মাফ চাওয়া তাওবার পূর্বশর্ত। (৬/২৮/১০৬১)
Tag:তাওবা