তন্দ্রাবস্থায় কোরআন পড়া ও কিছু সূরাকে জরুরি মনে করে প্রত্যহ পড়ার বিধান
প্রশ্ন : এক ব্যক্তি সরকারি চাকরিজীবী। সারা দিন অফিস করে শারীরিক-মানসিক পরিশ্রম করে বাড়ি এসে রাত পর্যন্ত সাংসারিক ঝামেলা সারার পর কোরআন তেলাওয়াত করতে বসেন। কোরআনে পাকের বিভিন্ন সূরার নানা রকম ফজীলত জানা থাকায় সেগুলো প্রায় সবই পড়তে থাকেন। কিন্তু মুশকিল হলো, এক সূরা শেষ না হতেই ঝিমুতে থাকেন, আর মাঝেমধ্যে জেগে জেগে পড়তে থাকেন। এভাবে প্রায় মাঝ রাত পর্যন্ত চলে। ফলে আশপাশের বা বাড়ির অন্য লোকদের নানা দিক দিয়ে অসুুবিধার সৃষ্টি হয়। কিন্তু তিনি নাছোড় বান্দা। যে সমস্ত সূরা পড়া অভ্যাস করে নিয়েছেন, সেগুলো শেষ না করে খাবেন না, ঘুমাবেন না। এভাবে পড়তে পড়তে নিত্যপঠিত সূরাগুলো চালু হয়ে গেছে। কিন্তু বাকি কোরআন শরীফ মোটেও চালু হয়নি। এভাবে চলছে বছরের পর বছর। তেলাওয়াত করতে করতে মাঝেমধ্যে লম্বা সময় ঘুমিয়ে থাকেন। এটা কি পবিত্র কোরআন শরীফের ইহতেরামের খেলাফ নয়? তা ছাড়া এভাবে জরুরি মনে করে পড়া কতটুকু শরীয়তসম্মত? উল্লেখ্য, পাঁচ ওয়াক্ত নামাযের পরও তিনি কিছু সূরা পড়ে থাকেন, যেগুলোর কিছু ফজীলত বুজুর্গদের বিভিন্ন কিতাবে পাওয়া যায়।
উত্তর : বর্তমান সময়ে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত লোকের খুবই অভাব। এই যুগে তেলাওয়াতের ইহতিমাম করতে পারা সৌভাগ্যের বিষয়, এতে দোষ ধরার কী আছে? হ্যাঁ, তেলাওয়াতকারীর জন্য তেলাওয়াতের আদাব রক্ষা করা আবশ্যক। অন্য লোকের ইবাদতে বা ঘুমে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে তেলাওয়াত ছোট আওয়াজে করবে, নিজের ঘুম এলে তেলাওয়াত বন্ধ করে ঘুমিয়ে যাবে। তেলাওয়াতের এসব আদাব রক্ষা করে তেলাওয়াত বেশি পরিমাণে করাই ভালো হবে। (৮/১১১/১৯৭২)
তিরমিজি, হাদিস : 2904, মুসলিম, হাদিস : 787, রদ্দুল মুহতার : 1/660