ঢিলা ও পানি ব্যবহারের বিধান
প্রশ্ন: ঢিলাকুলুখ ব্যবহার করা কোন ধরনের সুন্নাত? যারা কুলুখ ব্যবহার করে না তাদের হাতে পাকানো খাওয়া সম্পর্কে শরয়ী বিধান কী? ঢিলা না নিয়ে শুধু পানি দ্বারা ইস্তিঞ্জা করা যথেষ্ট কি না? বর্তমানে মানুষের মূত্রথলি খুবই দুর্বল বলে শোনা যায়। এ অবস্থায় প্রস্রাবের পর ঢিলা ব্যবহার না করে শুধু পানি ব্যবহারকারী ইমামের পেছনে নামায পড়া বৈধ হবে কি না? বিস্তারিত জানানোর অনুরোধ রইল।
উত্তর : পানি ব্যবহার না করলে ঢিলা ব্যবহার করা ওয়াজিব, তবে পানি ও ঢিলা উভয়টি ব্যবহার করা মুস্তাহাব। যারা শুধু পানি দিয়ে ইস্তিঞ্জা করে ও কুলুখ ব্যবহার করে না, যদি তারা পবিত্রতার প্রতি যত্মবান হয় তাদের হাতে পাকানো খানা খাওয়া যাবে। কারণ শুধুমাত্র পানি ব্যবহারের দ্বারাও পবিত্রতা অর্জন হয়। যে ইমাম পানি ব্যবহারের মাধ্যমে ইস্তিঞ্জা করেন এবং এর দ্বারা তাঁর পরিপূর্ণ পবিত্রতা অর্জন নিশ্চিত হয়, তাহলে তাঁর পেছনে নামায পড়া যাবে। অন্যথায় তাঁর পেছনে নামায পড়া যাবে না। (১৫/৪৯২/৬০৭৪)