ট্যাংকি পবিত্র করার পদ্ধতি
প্রশ্ন : সাধারণত শহরের বাসাবাড়িতে দুটি পানির ট্যাংকি থাকে, একটি নিচে আরেকটি ছাদের ওপরে। প্রশ্ন হলো, নিচের বা ওপরের কোনো ট্যাংকি নাপাক হলে তা পবিত্র করার কী কী পদ্ধতি হতে পারে এবং সবচেয়ে সহজ পদ্ধতি কী?
উত্তর : নিচের ট্যাংকি পাক করার পদ্ধতি হলো, যখন বাহির থেকে পানি আসতে থাকে, তখন পাইপ থেকে ‘চেক বল’ খুলে ফেলবে, অথবা ‘চেক বলে’ ভারী কোনো বস্তু বেঁধে দেবে (যাতে ট্যাংকি ভরে গেলে পানি আসার পথ বন্ধ না হয়ে যায়) ট্যাংকি ভরে কিছু পরিমাণ পানি উপচে পড়লে তা প্রবাহিত পানির হুকুমে হয়ে পাক হয়ে যাবে। অতঃপর ওপরের ট্যাংকিতে পাম্পের সাহায্যে পানি উঠাতে থাকবে, ট্যাংকি ভরে উপচে পড়লে অবশিষ্ট পানি পাক হয়ে যাবে।
ট্যাংকি পাক করার অন্য পদ্ধতি হলো, যখন নিচের ট্যাংকিতে পানি ঢুকতে থাকবে, তখন মোটরের সাহায্যে ওপরের ট্যাংকিতে পানি উঠানো আরম্ভ করবে, অতঃপর গোসলখানা বা অন্যান্য স্থানের টেপ, ঝর্ণা ছেড়ে দিবে। পানি পড়তে আরম্ভ করলে প্রবাহিত পানির হুকুমে হয়ে উভয় ট্যাংকির পানি পাক হয়ে যাবে। (১৪/৮৮৩/৫৮৩২)