টাকাকে দ্বিতীয় খোদা বলা
প্রশ্ন : প্রসঙ্গক্রমে কেউ যদি বলে ফেলে (গড়হবু রং ঃযব ংবপড়হফ মড়ফ) অর্থাৎ টাকা দ্বিতীয় খোদা। এ কথার দ্বারা কি ঈমান চলে যাবে? যদি ঈমান চলে যায় তাহলে কি স্ত্রীর সাথে পুনরায় বিবাহ করতে হবে এবং পদ্ধতি কী হবে?
উত্তর : “টাকা দ্বিতীয় খোদা” এটা কুফুরী কথা, কিন্তু মর্ম না বুঝে মুখে এর উচ্চারণ করার দ্বারা কাফের হয়েছে বলে ফায়সালা দেওয়া যায় না। এর জন্য অনুতপ্ত হয়ে তাওবা ইস্তেগফার করে নেওয়া জরুরি। (১০/৪২/২৯৭৭)