জেনেশুনে জাল হাদীস বর্ণনা করা
প্রশ্ন : একজন অভিজ্ঞ আলেম মানুষকে আকৃষ্ট করার উদ্দেশ্যে জাল (মওযু) হাদীস বর্ণনা করেন, তিনি হাদীসে উল্লিখিত ধমকীর আওতায় পড়বেন কি না? উল্লেখ্য যে, তিনি জাল হওয়া সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও তা উল্লেখ করেননি এবং যাঁরা তাঁর হাদীস শ্রবণ করেছেন, তাঁরা উক্ত হাদীস জাল হওয়ার ব্যাপারে অবগত হওয়া সত্ত্বেও যদি তাঁর বিরোধিতা না করেন তবে তাঁরা গোনাহগার হবেন কি না?
উত্তর : জেনেশুনে জাল হাদীস বর্র্ণনা করা মারাত্মক গোনাহ। এর জন্য হাদীস শরীফে মারাত্মক পরিণতির কথা উল্লেখ আছে। তাই জাল হাদীসকে জাল প্রমাণ করার প্রয়োজন ছাড়া অন্য কোনো অবস্থাতেই জাল হাদীস বর্ণনা করা যাবে না। কেননা সাধারণ লোক তা দ্বীনের অংশ মনে করার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এ সম্পর্কে অবগত হওয়া মাত্রই শক্তভাবে তা দমন ও প্রতিহত করা জরুরি। অন্যথায় সকলেই গোনাহগার হবে। (১৫/৪৪৪/৬০৯৯)
Tag:জাল হাদীস