জুমু’আ ও সুন্নাতের রাক’আত সংখ্যা
প্রশ্ন : জুমু’আর নামায কত রাক’আত ও কী কী? সবিস্তারে আলোকপাত করলে উপকৃত হব।
উত্তর : জুমু’আর ফরয দুই রাক’আত এবং পূর্বে চার রাক’আত সুন্নাতে মুআক্কাদা ও পরে চার রাক’আত সুন্নাতে মুআক্কাদা। চার রাক’আতের পর আরো দুই রাক’আত সুন্নাতে মুআক্কাদা কি না সে ব্যাপারে মতভেদ রয়েছে। (৯/৬৪/২৫১১)