জুমু’আর আগে ও পরের সুন্নাত
প্রশ্ন : জুমু’আর আগে ও পরে সুন্নাত কত রাক’আত? জুমু’আর নামাযের পর চার রাক’আত পড়ে অধিক দুই রাক’আত পড়াকে কেউ কেউ সুন্নাতে মুআক্কাদা বলেন, তা কতটুকু সঠিক?
উত্তর : জুমু’আর ফরযের পূর্বে চার রাক’আত এবং পরে চার রাক’আত সর্বসম্মতিক্রমে সুন্নাতে মুআক্কাদা। পরের চার রাক’আতের পর বাকি দুই রাক’আত সুন্নাতে মুআক্কাদা কি না, এ ব্যাপারে মতবিরোধ রয়েছে। তবে ওই দুই রাক’আতও পড়া উত্তম। (৬/২৩৯/১১৭৭)