জাহাজে ঈদের নামায
প্রশ্ন : আমরা জাহাজে চাকরি করি। আমাদের মাসের পর মাস জাহাজে থাকতে হয়। আমরা কি জাহাজে ঈদুল ফিতর-আযহার নামায আদায় করতে পারব? উল্লেখ্য, বেহেস্তি জেওর গ্রন্থে আছে, কমসংখ্যক লোকের উপস্থিতিতে কিংবা যেখানে জুমু’আর নামায হয় না সেখানে ঈদের নামায দুরস্ত নেই। এটি নিয়ে জাহাজে ফিতনা হয়েছে। এর দলিলভিত্তিক লিখিত উত্তর কামনা করছি।
উত্তর : আপনাদের ওপর ঈদের নামায ওয়াজিব নয়। আর জাহাজে ঈদের নামায আদায় করলেও তা আদায় হবে না। অতএব বাড়াবাড়ি না করাই বাঞ্ছনীয়। (১৪/১০৩/৫৫৫৭)