জামাআতের ওয়াক্তে পরিবর্তনের নিয়ম
প্রশ্ন : আমি এক মসজিদে প্রতিবছর তারাবীহর নামায পড়াই, মসজিদের ইমাম সাহেব একজন মুফতী। কমিটির সদস্যদের মধ্যে একজন প্রভাবশালী সদস্য রয়েছেন। ঘটনা হলো, ইমাম সাহেব আসরের নামাযের সময় পূর্বনির্ধারিত সময় থেকে ১৫ মিনিট কমিয়ে দেন, যার দরুন ওই ব্যক্তি জামাআত পাননি, তাই নামাযের পর খুব গণ্ডগোল বেধে যায়। একপর্যায়ে তিনি বলে ওঠেন যে নামাযের সময় ১৫ মিনিট করে না কমিয়ে ৫ মিনিট কমালে সমস্যা কী? ইমাম সাহেব বলেন যে যোহর, আসর ও এশার ওয়াক্ত ১৫ মিনিট করে কমাতে হয়, একপর্যায়ে ইমাম সাহেবের চাকরি নিয়ে সমস্যা হয়ে যায়। এই তিন ওয়াক্তে ১৫ মিনিট এবং ফজরের নামাযে ৫ মিনিট করে কমানো-বাড়ানোর শরয়ী দিকনির্দেশনা জানালে বাধিত হব।
উত্তর : রাত-দিন বাড়তে থাকে ও কমতে থাকে, সে হিসাবে কোন সময় ওয়াক্ত বাড়াতে-কমাতে হয়, যা স্থায়ী ক্যালেন্ডার দেখে করলে ভালো হয়। তবে ফজরের নামায সূর্যোদয়ের ২৫-৩০ মিনিট পূর্বে পড়া, যোহরের নামায শীতকালে সূর্য ঢলার সাথে সাথে আর গরমকালে খুব দেরি করে পড়া, আসরের নামায সূর্যাস্তের এক থেকে সোয়া ঘণ্টা পূর্বে, আর মাগরিব সূর্যাস্তের সাথে সাথে, এশার নামায রাতের এক-তৃতীয়াংশের পর পড়া মুস্তাহাব। কোনো কারণে নিয়মিত নামাযীগণ পরামর্শক্রমে নামাযের ওয়াক্তে বেশকম করতে পারবে এবং তা সকলের অবগতির জন্য পূর্বেই ঘোষণা করে দেবে। (১৪/৭৩২/৫৭৩০)