জানাযার নিয়্যাত
প্রশ্ন : জানাযা নামাযে মাইয়্যেত পুরুষ অথবা স্ত্রী, নাবালেগ কিংবা বালেগ যাই হোক, তাতে অন্তরে বা মুখে কী বলে ইমাম তাকবীরে তাহরীমা বাঁধবেন এবং মুক্তাদী কী বলে বাঁধবেন?
উত্তর : নিয়্যাত অন্তরের দৃঢ় সংকল্পকেই বলা হয়, তাই মুখে আরবী বা বাংলায় তার শব্দ উচ্চারণ করার প্রয়োজন নেই। জানাযার নামাযে মাইয়্যেত ছেলে হোক বা মেয়ে হোক, বালেগ হোক বা না বালেগ হোক, ইমাম সাহেব অন্তরে শুধু এটাই কল্পনা করবে যে আমি এই মাইয়্যেতের জানাযার নামায পড়াচ্ছি। অনুরূপ মুক্তাদীও ইমামের পেছনে জানাযার নামাযের নিয়্যাত করবে। (১১/২৬/৩৪১৮)