ছুটে যাওয়া নামায কাযা করতে হবে না বলা ভ্রষ্টতা
প্রশ্ন : আমাদের এলাকার কিছু লোকের ধারণা হলো, নামায কাযা হয়ে গেলে বা জীবনে দীর্ঘদিন আগের যে নামাযগুলো ছুটে গিয়েছে তা আর পুনরায় কাযা পড়ার কোনো প্রয়োজন নেই। শুধু তাওবা করলেই মাফ হয়ে যাবে এবং সাহাবায়ে কেরাম কখনো উমরী কাযা করেননি। এ কথা কতটুকু সত্য এবং এ রকম ধারণা পোষণকারীর ব্যাপারে শরীয়তের বিধান কী?
উত্তর : পাঁচ ওয়াক্ত নামায ওয়াক্তের মধ্যে আদায় করা প্রত্যেক মুসলমান বালেগ নর-নারীর ওপর ফরয। কোনো কারণে ওয়াক্তের মধ্যে আদায় করতে না পারলে তা পরে আদায় করে দিতে হবে, শুধুমাত্র তাওবা করা যথেষ্ট নয়। যা নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও সাহাবায়ে কেরাম (রা.)-এর আমল থেকে প্রমাণিত। সুতরাং প্রশ্নে বর্ণিত উক্তিটি শরীয়ত সমর্থিত নয়। এ ধরনের ধারণা পোষণ করা গোমরাহী ও অজ্ঞতার পরিচায়ক। (১৯/১৭৬/৮০৮৮)