ছুটে যাওয়া আয়াত তারাবীহতেই পড়তে হবে
প্রশ্ন : গত রমাজান মাসে আমাদের মহল্লার মসজিদে খতমে তারাবীহ অনুষ্ঠিত হয়। উক্ত খতমে তারাবীহে একজন হাফেজ সাহেবের প্রায় দিন ভুলক্রমে পারার কিছু অংশ ছুটে যায়। পরবর্তীতে উক্ত ছুটে যাওয়া অংশ বিতিরের নামাযে পাঠ করে নেন। এতে কিছুসংখ্যক লোক বলাবলি করছে যে খতম পুরা হবে না। আবার কেউ কেউ বলে, খতম পুরা হবে। প্রশ্ন হলো, তারাবীহের ছুটে যাওয়া অংশ বিতিরের নামাযে পাঠ করে নিলে খতম পুরা হবে কি না?
উত্তর : তারাবীহের নামাযে কোরআন শরীফ খতম করা সুন্নাত এবং খতম পূর্ণ করার জন্য তারাবীহের নামাযেই সম্পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করা জরুরি। অতএব ছুটে যাওয়া অংশ তারাবীহের নামাযেই পড়তে হবে, অন্যথায় খতম পূর্ণ হবে না এবং পূর্ণ খতম শোনার সাওয়াব পাওয়া যাবে না। (১৩/৪৮৭/৫৩১৪)
Tag:ছুটে যাওয়া আয়াত