চুক্তি করে তাবিজ দেওয়া
প্রশ্ন : জনৈক ইমাম চুক্তি করে তাবিজ দেয় এবং টাকা নিয়ে বলে, কাজ না হলে টাকা নেব না, ফেরত দেব। কিন্তু কথামতো কাজ না হলে কথামতো টাকা ফেরত দেয় না। প্রশ্ন হলো, ইসলামে এ রকম তাবিজ দেওয়া জায়েয কি না?
উত্তর : তাবিজ-কবচের কাজ কোনো ইবাদত নয়। কেউ খিদমতের উদ্দেশ্যে তাবিজ-কবচ সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞ হয়ে করলে এর ওপর চুক্তি করে বিনিময় গ্রহণ জায়েয, নতুবা জায়েয নেই। এক মুসলমান অন্য মুসলমানের সাথে যদি ওয়াদাবদ্ধ হয় পুরো করা আবশ্যক, না করলে গোনাহগার হওয়ার আশংকা। তবে একজন ইমামের জন্য এ ধরনের কর্মকাণ্ড বা আচরণ উচিত নয়। (১৭/৪৯৪/৭১৩৫)